আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত নানা ধরনের অদ্ভুত সব ঘটনা। অবাক পৃথিবীর অবাক করা বিষয় জানতে কার না ভালো লাগে বলেন। আর তাই আমরা সবাই অজানা তথ্য জানতে চাই। আর এই কারণেই আজকের এই লেখালেখি করা। আসুন জেনে নেই পৃথিবীর জানা অজানা ১৩ টি মজার তথ্য যা জানলে আপনি ও আবার হয়ে যাবেন।
অজানা ঘটনা এর কিছু কিছু চলে আসছে প্রাকৃতিক ভাবে এবং কিছু কিছু মানুষ নিজে তৈরি করছে। আজকের এই পোষ্ট এ আমরা এমন কিছু জানবো যা আপনাকে সত্যিই অবাক করে দিবে -
কোকা কোলা নিয়ে ৬ টি ইন্টারেস্টিং অজানা তথ্য এবং রহস্য !
অজানা তথ্য ও রহস্য-১
আমরা জানি কোকা কোলা বিশ্বব্যাপী বিখ্যাত একটা কোল্ড ড্রিংস কম্পানি। কিন্তু এই কম্পানি যাত্রা শুরু করার প্রথম বছরে মাত্রা ২৫ টি বতল বিক্রি করতে পেরেছিল।
অজানা তথ্য ও রহস্য-২
কোকা কোলা বিশ্বজুড়ে বিজ্ঞাপন দিতে যে পরিমাণ অর্থ খরচ করে অ্যাপল কিংবা মাইক্রোসফট কম্পানি ও এতো অর্থ খরচ করে।
অজানা তথ্য ও রহস্য-৩
মেক্সিকানরা গড়ে ৬৬৫ টি কোকা কোলা ব্যান্ড পান করে বছরে। অন্যদিকে আমেরিকানরা ৩৯৯, ব্রিটিশরা ২০২, এবং চাইনিজ রা ৩২, ভারতীয়রা ৯ টি কোক পান করে থাকে। যা মিলিয়ে হয় ৬৪২।
অজানা তথ্য ও রহস্য-৪
ময়লা এবং টয়লেট পরিষ্কার এর কাজে কোকা কোলা অনেক ভালো ফল দেয়।
অজানা তথ্য ও রহস্য-৫
প্রতিদিন প্রায় ১,৮০০,০০০,০০ টি কোকা কোলা বোতল বিক্রি হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১০,৪৫০ টি।
অজানা তথ্য ও রহস্য-৬
কোকা কোলা কম্পানি কোকা কোলা ছাড়াও বিশ্বব্যাপী ভিন্ন ভিন্ন ব্যাভারেজ তৈরি করে যার স্বাদ পেতে আপনার ৯ বছর পার হয়ে যাবে। কী অবাক হলেন নাকি ?
অন্যন্যা অজানা তথ্য ও রহস্য !
অজানা তথ্য ও রহস্য-১
আমরা যখন জম্ম গ্রহণ করি তখন আমাদের দেহে হাড় থাকে ৩০০ টি। ১৮ বছর হতে শরীরের বিভিন্ন পরিবর্তন হতে হতে হাড়ের সংখ্যা দাঁড়ায় ২০৬ টিতে।
অজানা তথ্য ও রহস্য-২
আমরা সবাই কম বেশি সপ্ন দেখে থাকি কিন্তু আমাদের সপ্ন সত্যি হয় না। কিন্তু একটা জিনিস সবসময় সত্যহয় এবং তা হলো মানুষের চেহারা। কারণ আমাদের মস্তিষ্ক নতুন কোন চেহারা তৈরি করতে পারে না। তাই আমরা যাদের সপ্নে দেখি বাস্তবে আমর তাদের কোথাও না কোথাও দেখে থাকি।
অজানা তথ্য ও রহস্য-৩
কম্পিউটারে কপি পেস্ট বর্তমানে একটি খুবই সাধারণ কাজ। আপনি কি জানেন যে এটি আগে থেকেই কম্পিউটার এ ছিল না। আমেরিকান একজন কম্পিউটার ওয়ার্কার্স ল্যাডি টেসলার এটি আবিষ্কার করেন।
অজানা তথ্য ও রহস্য -৪
আমরা সবাই জানি পৃথিবীতে আইফোন কে পরিচিত করে তোলেন স্টিব জবস। আপনি কি জানেন যে, তাকে জম্মের পর পরিত্যক্ত করা হয়েছিল এবং দত্তক দেওয়া হয়েছিল। আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে তিনি কখনো গাড়িতে নাম্বার প্লেট ব্যবহার করেন না।
অজানা তথ্য ও রহস্য -৫
আমরা জানি পেঁচা অন্ধকারে অনেক ভালো দেখতে পায়। কিন্তু আপনি কি জানেন চিতা এমন একটা প্রাণী যে গভীর রাতে সবকিছু দেখতে পায়।
অজানা তথ্য ও রহস্য-৬
আপনি যদি মোটা হয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন খাবার খাওয়ার সময় একটা করে চকলেট কেক খাবেন এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে।
অজানা তথ্য ও রহস্য-৭
বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের সবার শারীরিক পরিবর্তন হয়ে থাকে তা আমরা সবাই জানি। তবে আমাদের শরীরের হাড় ৩৫ বছর পর্যন্ত বৃদ্ধি পায়।
অজানা তথ্য ও রহস্য-৮
আমরা সবাই চলকেট খেতে পছন্দ করি। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি চকলেট খাওয়া হয় সুইজারল্যান্ড। এখানের মানুষ প্রতিবছর গড়ে ১০-১২ কেজি চকলেট খায়।
অজানা তথ্য ও রহস্য-৯
আমরা সবাই জানি আমাদের শরীরের হাড় ২০৬ টি।
আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় আমাদের কানের মধ্যে থাকে।
অজানা তথ্য ও রহস্য-১০
আমাদের শরীরে রক্ত এবং পানি দুইটাই থাকে।
কিন্তু আপনি কি জানেন আমাদের মস্তিষ্কে ৭৩% ই পানি থাকে।
অজানা তথ্য ও রহস্য -১১
আমরা সবাই বিভিন্ন উপায়ে কানের ময়লা পরিষ্কার করে থাকি। কিন্তু আপনি কি জানেন জিরাফ একমাত্র প্রাণী যে নিজের কানের ময়লা জিহ্বা দিয়ে পরিষ্কার করে। জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি।
অজানা তথ্য ও রহস্য-১২
আমরা জানি প্রত্যেকটি খাবারের মেয়াদ আছে। কিন্তু মধু এমন একটি খাবার যার কোন মেয়াদ নেই।
অজানা তথ্য ও রহস্য -১৩
আমরা জানি বিদ্যুৎ চমকানোর শব্দ অনেক বেশি।
কিন্তু আপনি কি জানেন আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন এর তাপমাত্রা থাকে ৩০০০০০ ডিগ্ৰি সেলসিয়াস । যা একটি মানুষকে ০.১১ সেকেন্ড এর মধ্যে ঝলষে দিতে পারে।
তো বন্ধুরা পোষ্ট টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আজকে এই পর্যন্তই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।
Tags:
Facts