প্রাকৃতিক সৌন্দর্য এর অপরুপ লিলাভূমি আমাদের এই চির সবুজ বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে এবং নিজের চোখে দেখতে ছুটে আসেন বাংলাদেশ। তো বন্ধুরা চলুন জেনে নিই বাংলাদেশের শীর্ষ 10 টি দর্শনীয় স্থানসমূহের নাম এবং তালিকা।
বাংলাদেশ শীর্ষ 10 টি দর্শনীয় স্থান হলো-
10. কুয়াকাটা
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত এবং পর্যটন এলাকা। পর্যটক দের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসাবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈস্বর্গিক সমুদ্র সৈকত। এটাই বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে থেকে সূর্যদয় এবং সূর্য অস্ত দেখা যায়।
9. বঙ্গবন্ধু সাফারি পার্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পীরুজালী মৌজার খন্ড খন্ড শাল বনের ৪৯০৯.০ একর ভূমি ছোট বড় সব প্রণীর নিরাপদ স্থান হিসেবে পরিচিত।
8. টাঙ্গুয়ার হাওর
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড়ের ঝরা ৩০ টির বেশি ঝর্না এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলায় ১৮ টি মৌজায় ৫১ টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় জলাভূমি।
7. নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এই দ্বীপটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। ২০০১ সালে নিঝুম দ্বীপ কে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে।
6.নাফাকুম
বান্দরবান জেলার সবচেয়ে বিম্ময়কর সৌন্দর্য এর নাম নাফাকুম জলপ্রপাত। বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম জেলা বান্দরবান। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই জেলার নাম শীর্ষে। বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলার নাম থানচি। এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি।
5. রাতারগুল
রাতারগুল সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে। বট ও চোখে পড়বে মাঝে মধ্যে। বড় অদ্ভুত এই জলের রাজ্য। কোন গাছের হাটু পর্যন্ত ডুবে আছে এই পানিতে। যেগুলো গাছ আবার ছোট সেগুলোর অর্ধেক আবার ডুবে আছে পানিতে। কোথাও কোথাও চোখে পড়বে জেলেদের মাছ ধরার জাল।
4. সাজেক
সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান। রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুই টা পাড়া। রুইলুই এবং কংলাক। ১৮৮৫ সালে অবস্থিত রুইলুই পাড়া ১৭,২০ ফুট উচ্চতায় অবস্থিত।
3. সুন্দরবন
প্রাকৃতিক সৌন্দর্য এর অপরুপ জীববৈচিত্র্য লীলাভূমি এই বিশ্বের ঐতিহ্য সুন্দরবন। দেশের যেকোনো প্রান্ত থেকে খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটর এর সাথে যোগাযোগ করে যাত্রা করতে পারেন।
2. কক্সবাজার
সারি সারি ঝাউবন, বালির নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটির সময় বেড়াতে আসার জন্য কক্সবাজারের কোন তুলনাই হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী কক্সবাজার কে করছে দৃষ্টি নন্দন এবং আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানী বিচেও।
1. সেন্টমার্টিন
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা দেশের মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণ এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র ছোট দ্বীপ সেন্টমার্টিন। স্থানীয় ভাষায় সেন্টমার্টিন কে নারিকেলের জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপরুপ সৌন্দর্য এর এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা দখল করে নিয়েছে।
তো বন্ধুরা পোষ্ট টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট করবো কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।
Tags:
Facts