বাংলাদেশের সেরা 10 টি কম্পানি


বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কিন্তু এখনো উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারেনি। প্রতিযোগিতার এই যুগে কোন দেশি বসে নেই। যেই দেশে ব্যবসা প্রতিষ্ঠান এর সংখ্যা যতো বেশি বাড়বে সেই দেশ ততো বেশি এগিয়ে যাবে। একটা দেশের উন্নয়ন এর পিছনে ব্যবসা প্রতিষ্ঠান এর ভূমিকা অপরিসীম। 



ব্যবসা প্রতিষ্ঠান এর সংখ্যা বৃদ্ধি পেলে, কর্মসংস্থান ও বেকারত্ব দূর হবে। দেশের জনগণের চাহিদা পূরণ হলে ফলে আমদানি কমে আসবে। একই সাথে রপ্তানি হার বৃদ্ধি পাবে যার ফলে আয় হবে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। এইভাবেই একটি প্রতিষ্ঠান দেশের উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করে। এই প্রতিযোগিতায় কেন বাংলাদেশ পিছিয়ে থাকবে ? বাংলাদেশে ও গড়ে উঠেছে এরকম বহু ব্যবসা প্রতিষ্ঠান। অসংখ্য কর্মীর দিন রাত পরিশ্রমে প্রতিষ্ঠান গুলো ক্রমাগত বড় হচ্ছে এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে দেশের মোট জিডিপির। 


তো যেই কম্পানিগুলোর জন্য আজ বাংলাদেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে, আজ কথা বলবো সেই কম্পানিগুলো নিয়ে। 


বাংলাদেশের সেরা 10 টি কম্পানির তালিকা-


1. বসুন্ধরা গ্রুপ 

আজ থেকে প্রায় 33 বছর আগে (দেশ ও মানুষের জন্য ) এই স্লোগানে প্রতিষ্ঠিত হয় এই কম্পানি। সময়ের সাথে সাথে ক্ষুদ্র এই কম্পানি আজ বাংলাদেশের সবচেয়ে বড় কম্পানিতে পরিনিত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপ প্রায় ৫৬,০০০ কর্মী কাজ করছে। বসুন্ধরা গ্রুপের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। বসুন্ধরা গ্রুপ সিমেন্ট, গ্যাস, সার্ভিস, মিডিয়া, খেলাধুলা, ইস্পাত, ফুড, চিকিৎসা সহ আরো অসংখ্য খাতে ব্যবসা পরিচালনা করে আসছে।


2. যমুনা গ্ৰুপ  

যমুনা গ্ৰুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি কম্পানি। ১৯৭০ সালে তাদের যাত্রা শুরু হয় এবং আজ ৪৬ বছর পর আজ এই কম্পানি বাংলাদেশের বৃহত্তম একটি কম্পানিতে পরিনিত হয়েছে। যমুনা গ্ৰুপের রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল। যমুনা গ্ৰুপের ব্যবসা খাতগুলো হলো: টিভি মিডিয়া, ইলেকট্রনিক, গ্যাস, মিলস, আবাসন, বস্ত্র, রসায়নিক ইত্যাদি। যমুনা গ্ৰুপের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩০ কোটি ডলার।


3. বেক্সিমকো

বেক্সিমকো গ্রুপ মূলত বাংলাদেশের আমদানি-রপ্তানি এবং স্টক এক্সচেঞ্জ বাজারে রাজত্ব করে আসছে। বেক্সিমকো গ্রুপে প্রায় ৬৫,০০০ কর্মী কাজে নিয়োজিত আছেন। বর্তমানে বেক্সিমকো গ্রুপের সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন ডলার। পোশাক, ইঞ্জিনিয়ারিং, অনলাইন, ফুড, ফর্মা, টেলিভিশন, ব্যাংকি সহ নানা খাতে ব্যবসা পরিচালনা করে আসছে।


4. স্কয়ার 

বাংলাদেশে স্কয়ার কম্পানি খুবই পরিচিত। স্কয়ার মূলত ঔষধ শিল্পের জন্য সুনাম অর্জন করেছে। স্কয়ার এর ঔষধ বাংলাদেশের বাইরেও অনেক বিখ্যাত। ঔষধ, খাদ্য, পোশাক, মিডিয়া ইত্যাদি খাতে স্কয়ার কম্পানি ব্যবসা পরিচালনা করে আসছে। স্কয়ার কম্পানির বয়স ৬২ বছর। 


5. আকিজ গ্রুপ 

আকিজ গ্রুপ বাংলাদেশের অনেক পুরোনো কম্পানি গুলোর মধ্যে একটি। এই কম্পানির বয়স ৮০ বছর। প্রায় ৭০,০০০ কর্মী কাজ করে এই কম্পানিতে। আকিজ গ্রুপের মোট সম্পদের পরিমাণ ১.৪৭ বিলিয়ন ডলার। আকিজ গ্রুপ মূলত জুট, টেক্সটাইল, সিরামিক, ফুড, তামাক সহ আরো অনেক খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়েছিল পাট শিল্পের মাধ্যমে।


6. প্রাণ আর এফ এল 

বাংলাদেশে আর এফ এল কম্পানির পণ্য কেনেনি আর এফ এল কম্পানির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষের কর্ম সংস্থান তৈরি করে দিয়েছে এই আর এফ এল কম্পানি‌। আজ থেকে প্রায় ৩৯ বছর আগে শুরু হয় আর এফ এল কম্পানির পথযাত্রা। আর এফ এল কম্পানি দেশের চাহিদা মিটিয়ে পণ্য বিদেশে রপ্তানি করছে। খাদ্য, প্লাস্টিক, ইলেকট্রনিক, ঔষধ, গার্মেন্ট সহ নানা খাতে ব্যবসা পরিচালনা করে আসছে আর এফ এল কম্পানি। তবে এর প্লাস্টিক পণ্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। 


7. মেঘনা গ্রুপ 

মেঘনা বাংলাদেশের আরেকটি বড় প্রতিষ্ঠান। মেঘনা গ্রুপের মোট সম্পদের পরিমাণ ২.৫ বিলিয়ন ডলার। প্রায় ৩২,০০০ কর্মী মেঘনা গ্রুপে কর্মরত আছেন। সিমেন্ট, তেল, গ্যাস, চিনি, রসায়নিক, মিডিয়া, ইলেকট্রনিক ইত্যাদি খাতে ব্যবসা পরিচালনা করে আসছে মেঘনা গ্রুপ।


8. আবুল খায়ের গ্রুপ 

অতীতে আবুল খায়ের স্টীল খুব জনপ্রিয় ছিল। এমনকি সবার মুখে মুখে শোনা যেত আবুল খায়ের টিনের নাম। প্রায় ৬৭ বছর আগে পথযাত্রা শুরু করে আবুল খায়ের গ্রুপ। স্টিল, সিরামিকস, তাকাক, সিমেন্ট এই চারটি সহ আরো নানা খাতে ব্যবসা পরিচালনা করে আসছে আবুল খায়ের গ্রুপ। 


9. এসিআই লিমিটেড 

বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড। এসিআই লিমিটেড এর সম্পদের পরিমাণ ২৩৮ মিলিয়ন ডলার। আজ থেকে ২৮ বছর আগে এসিআই লিমিটেড এর যাত্রা শুরু হয়। রসায়নিক, কৃষি, মোটরসাইকেল, ভোগ্য পণ্য, খাদ্য, পরিবহন সহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে এসিআই লিমিটেড। 


10. পারটেক্স

বাংলাদেশে পারটেক্স গ্রুপের পণ্য খুবই জনপ্রিয়। প্রায় ৫৫,০০০ কর্মী কাজে নিয়োজিত আছেন এই পারটেক্স গ্রুপে‌। প্রায় ৬১ বছর আগে পারটেক্স গ্রুপের পথযাত্রা শুরু হয়। পারটেক্স গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৭.২ বিলিয়ন ডলার। প্লাস্টিক, ফুড, স্টীল, শীপ, আবাসন, পাট, কৃষি ইত্যাদি খাতে ব্যবসা পরিচালনা করে আসছে পারটেক্স গ্রুপ। 

তো এই ছিল বাংলাদেশের সেরা 10 টি কম্পানি। এই কম্পানির বাইরে ও অনেক ভালো ভালো কম্পানি রয়েছে যা হয়তো আজকের লিস্ট থেকে বাদ পড়েছে। তবে খুব তাড়াতাড়ি এরকম আরো একটা লিস্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশের সেরা 10 টি কম্পানি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। আজ আর নয়। দেখা হবে আবার অন্য একটি পোস্ট নিয়ে। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


Post a Comment

Previous Post Next Post