Photo: Collected |
মোলাহিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অনন্য এক রেকর্ড গড়লেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছে তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭৫ রানের অনবদ্য অপরাজিত ইনিংস। পরে বল হাতে ৫ ইউকেট শিকার করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তার এই কৃতিত্ব এর কারণে এখন ইনিংস জয়ের সপ্ন দেখছে ভারত।
টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে এক সাথে ১৫০+ রান ও বল হাতে ৫ ইউকেট করার ইতিহাস রয়েছে ৫ জনের। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন জাদেজা। আগের ৫ জন ক্রিকেটারের নাম হলো- ভিনু মানকদ, ডেনিস অ্যাটকিনসন, পলি উমরিগার, গ্যারি সোবার্স এবং মুহতাক মোহাম্মদ। এবং তাদের সাথে এক সারিতে যোগ হলেন জাদেজা। রবিবার টেস্টের শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংস পরাজয় এড়াতে নিজদের ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। তাদের সংগ্ৰহ ৩ ইউকেট হারিয়ে ৮৬ রান। অন্যদিকে, অষলঙ্কানদের অল আউট করতে পারলেই জয় পাবে রহিম শর্মার দল।
Tags:
Sports