Photo: Prime Minister of Bangladesh visits UAE |
৫ দিনের সফরে আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে সংযুক্ত আরব আমিরাতের সাথে ৪ টি সমঝোতা স্বাক্ষর করতে চায় বাংলাদেশ।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সব তথ্য দেন।
তিনি বলেন, এই সফরে দেশটির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আগ্ৰহ দেখাবে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মহামহিম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচদিনের এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনার বিষয়ে ড. মোমেন বলেন দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের মোট আমদানি রফতানি প্রায় ২ বিলিয়ন ডলার। তবে বাণিজ্য ঘাটতি এখনো প্রায় দেড় মিলিয়ন ডলার এর মতো। এর মূল কারণ আমরা তাদের কাছে থেকে শুধু জ্বলানি তেল আমদানি করে থাকি। রপ্তানির পরিমাণ আর ও বাড়ানোর জন্য এই সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে। সংযুক্ত আরব আমিরাতের সাথে সরাসরি শপিং চালু করার বিষয়টি গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন সহ আমিরের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আলোচনায় বসবো। এছাড়া আইসিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতার মাধ্যমে আমরা দুই দেশের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে নতুন নতুন অধ্যায় তৈরি করতে চাই।
মোমেন বলেন, এই সফরে আমরা চারটির মতো এম ও ইউ করবো। তবে কোন বিষয় গুলো এম ও ইউ করা হবে সে বিষয়গুলো এখনো নিশ্চিত নয়।
সফর শেষে আগামী ১২ই মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর এই সফরে সঙ্গী থাকবেন পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। ৮ই মার্চ ঐ দেশে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া এবারের সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য সহযোগিতা, অভিবাসী শ্রমিকসহ আরো বেশ কিছু দিক গুরুত্ব পাবে।