নিজের অডিও রেকর্ড করে শুনানোর ফিউচার আসছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। টুইটারের লাইভ আলাপরচিতার এই সেবার নাম দেওয়া হয়েছে স্পেসেস। এটি থেকে ৩০ সেকেন্ডের অডিও ক্লিপ নিয়ে টুইট করতে পারবেন ব্যবহারকারীরা।
এনড্রোয়েড ব্যবহারকারীরা এই মুহূর্তে টুইটারের এই ফিউচার ব্যবহার করতে পারছেন না। আই ও এস এর সিমিত সংখ্যক হোস্ট এই পরীক্ষা মূলক প্রকল্পে অংশ নেবেন।
প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, খুব তাড়াতাড়ি এনড্রোয়েড ও ওয়েব সংস্করণের ব্যবহারকারীরাও এই ফিউচার টি ব্যবহার করতে পারবেন। 'স্পেসেস- এর আলাপরচিতার ৩০ সেকেন্ড এর অডিও রেকর্ড করতে পারবেন হোস্টাররা। তারপর সেটা আবার টুইট ও করা যাবে। তবে ফিউচার টির যাবতীয় পরীক্ষা নিরীক্ষা আই ও এস প্লাটফর্মে হচ্ছে বলে অডিও টুইট শোনার সুযোগ পাচ্ছেন কেবল আই ও এস প্লাটফর্মের ব্যবহারকারীরাই।
এনগ্যাজেট বলেছে, স্পেসেস হোস্টারা অডিও রেকর্ড করার এই ফিচারটি পাচ্ছেন জানুয়ারি মাস থেকেই। 'স্পেসেস' আলাপের ছোট ছোট অংশ অডিও ক্লিপ আকারে টুইট করে অন্যান্য ব্যবহারকারীদের আলাপরচিতার কৌতুহল উদ্দীপক অংশ শোনার সুযোগ দিতে পারবেন হোস্টাররা। এতে শ্রোতার সংখ্যা বাড়ানোর সুযোগ পাবে ব্যবহারকারীরা।
Tags:
Technology