গুগল থেকে ইনকাম করার জন্য গুগল এ চাকরি করতে হবে বিষয় টা এমন নয়। মানুষ আজকাল অনলাইন প্রিয়। প্রযুক্তি নির্ভর এই সময়ে আমরা সবাই ইন্টারনেটের উপর নির্ভরশীল। যেকোনো কিছু জানতে হলে এখন আমাদের একমাত্র ভরসা ইন্টারনেট।
গুগল কী ?
তো বন্ধুরা আপনারা হয়তো কম বেশি সবাই যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা গুগল সম্পর্কে জেনে থাকবেন। গুগল হচ্ছে ইন্টারনেটে ষ ভিত্তিক একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। গুগল সেবার মধ্যে যেটা বেশী ব্যবহৃত হয় তা হলো গুগল সার্চ। তো বন্ধুরা আমাদের কথা হলো আমরা কী এই গুগল কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারি।
উত্তর টা হলো হ্যা,
আপনাদের জন্য আনন্দের সংবাদ হলো, গুগল থেকে ইনকাম করার জন্য কয়েকটি পদ্ধতি আছে। যারা বাসায় বসে সময়কে কাজে লাগাতে চান তারা খুব সহজেই গুগল থেকে ইনকাম করতে পারবেন। আজ আমরা জানবো কীভাবে গুগল থেকে ইনকাম করা যায়। তো বন্ধুরা চলুন জেনে নিই ।
ইউটিউব থেকে ইনকাম ?
ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় সাইট হলো ইউটিউব। আর ইউটিউব থেকেও আপনি অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব এ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। তবে অবশ্যই ভিডিও গুলো হতে হবে আপনার নিজস্ব কোথাও থেকে কপি করা যাবে না।
এখানে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করা যাবে। বিভিন্ন রান্নার ভিডিও, পড়াশোনার ভিডিও, অনলাইন কোর্স ভিডিও, শিক্ষা মূলক ভিডিও, ভ্রমণ বিষয়ক ভিডিও ইত্যাদি। ভিডিও থেকে যেন মানুষ কোন কিছু শিখতে পারে জানতে পারে বিনোদন পায় এরকম ভিডিও তৈরি করতে হবে।
ইউটিউব থেকে ইনকাম করার জন্য একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। এবং সেখানে আপনার 1 হাজার সাবস্ত্রাইবার এবং 4 হাজার ঘন্টা ওয়াস টাইম হতে হবে। এরপর গুগল আপনাকে ইনকাম করার অনুমতি দিবে।
গুগল এডসেন্স থেকে আয় করার উপায় ?
গুগল এডসেন্স হলো গুগল এর নিজস্ব একটি ওয়েব সাইট। এখানে থেকে ইউটিউব এবং ওয়েব সাইট এর মধ্যে বিজ্ঞাপন দেখানো হয়। এবং আমাদের ইউটিউব বা ওয়েব সাইট এ এড দেখানোর মাধ্যমে এডসেন্স আমাদের ভালো প্রোফিট দেয়।
গুগল এডসেন্স কীভাবে কাজ করে ?
গুগল এডসেন্স বিভিন্ন কম্পানির থেকে টাকার বিনিময়ে এড নেয়। এখন কথা হলো এই এড দেখবে কোথায়। বাংলাদেশ টেলিভিশনে তো আর দেখা সম্ভব নয়। এখন কথা হচ্ছে এই বিজ্ঞাপন গুগল ইউটিউব এবং বিভিন্ন ওয়েব সাইট এ দেখায়। আপনারা হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা ওয়েব সাইট এ বিজ্ঞাপন দেখে থাকবেন। আর এই বিজ্ঞাপন গুগল থেকে দেখানো হয়।
গুগল এডসেন্স থেকে কেমন ইনকাম হয় ?
ইনকাম নির্ভর করে আপনার ভিজিটর বা এর উপরে।
যদি আপনার ইউ এস, ইউ কে, কানাডা, অস্ট্রোলিয়া অথবা ইউরোপ থেকে আসে তাহলে আপনি খুব অল্প ভিজিটর দিয়েও অনেক ভালো পরিমাণ করতে পারবেন।
গুগল এডসেন্স ওয়েব সাইট মালিকদের দেয় ৬৪% এবং ইউটিউবারদের দেয় ৫১%। মানে মনে করুন একটা কম্পানি বিজ্ঞাপন এর জন্য গুগল কে ১০০ টাকা দিলো তাহলে গুগল ইউটিউবারকে দিবে ৫১ টাকা এবং ৪৯ টাকা গুগল নিজের কাছে রাখবে। এবং ওয়েব সাইট মালিকদের ক্ষেত্রে ৬৪% ওয়েব সাইট মালিকদের দেয় এবং ৩৬% গুগল রেখে দেয়।
আপনার ওয়েব সাইট অথবা ইউটিউব চ্যানেল যখন জনপ্রিয় হয়ে যাবে তখন আপনার ওয়েব সাইট অথবা ইউটিউব চ্যানেল এ গুগল এডসেন্স এপ্রুফ করে দিবে। সেখানে গুগল তাদের নিজেদের বিজ্ঞাপন গুলো দেখাবে এবং সেই বিজ্ঞাপন যখন কেউ দেখবে এবং ক্লিক করবে তখন আপনার এডসেন্স একাউন্ট এ টাকা এড করে দিবে গুগল।
কীভাবে গুগল এডসেন্স থেকে টাকা তুলবো ?
ইনকাম করার পর সবচেয়ে বড় বিষয় হলো কীভাবে টাকা হাতে পাবো ? তো বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল কিংবা ওয়েব সাইট এর এডসেন্স এ যখন ১০ ডলার পূরন হবে তখন গুগল এডসেন্স থেকে আপনার ঠিকানায় চিঠি পাঠানো হবে । চিঠির মধ্যে ৬ সংখ্যার পিন থাকবে ওটা আপনার এডসেন্স একাউন্ট এ বসাতে হবে। এবং তারপর আপনাকে গুগল ব্যাংক একাউন্ট এড করতে বলবে । আপনি বাংলাদেশের যেকোন ব্যাংকে গুগল থেকে পেমেন্ট নিতে পারবেন। আপনার গুগল এডসেন্স একাউন্ট এ যখন ১০০$ ডলার হবে তখন আপনি গুগল থেকে পেমেন্ট নিতে পারবেন। মনে করুন আপনি জানুয়ারি মাসে ১০০$ পূরণ করলেন তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ পেমেন্ট পাবেন। গুগল প্রতি মাসের ২১ তারিখ করে পেমেন্ট করে।
তো বন্ধুরা পোষ্ট টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন পোস্ট লিখবো সেটাও বলতে পারেন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
Tags:
News