![]() |
Actress: Sravanti |
টুকটুকে লাল শাড়ি পড়েছেন, হাতে সোনালী বালা, গলায় হাড়, কপাল টিপ আর মাথায় টোপড়। বিয়ের সাজে টালিউড অভিনেত্রী শ্রাবস্তী চ্যাটার্জি। তার কাঁধে হাত দিয়ে তাকিয়ে রয়েছেন এক পুরুষ।
এরকম একটা ছবি দেখা গেছে ইনস্টাগ্রামে। শ্রাবন্তী হঠাৎ করে কেন নিজেকে বিয়ের সাজে সজ্জিত করেছেন ? তার সাথে ঐ পুরুষটাই বা কে ? তার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক নিচের দেওয়া ছবিতে।
লেখা রয়েছে,' যেন রাতো রাত ও জীবন বদলে গিয়েছিল। ধন্যবাদ শ্রাবন্তী আমায় এতটা ভালোবাসা ও বিশ্বাস করার জন্য। ধন্যবাদ ইউনিভার্স। সঙ্গে রয়েছে হার্ট ইমোজি।
ছবিটি শেয়ার করেছেন রুদ্রর সাহা নামে এক ব্যক্তি। শ্রাবন্তীর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিও তিনি। এই ছবিটির কমেন্ট বক্স এ তাকালেই দেখা যায় নানা ধরনের প্রশ্ন ও মন্তব্যে। এর বেশির ভাগ নেতিবাচক। কেউ কেউ শ্রাবন্তীর কাছে জানতে চেয়েছেন এটা কয় নাম্বর বিয়ে ? আরেকজন লিখেছেন আবারও বিয়ে হলো ! এমন একটা নায়িকা যার প্রত্যেক বছর বিয়ে হয়। খুব খারাপ চরিত্রের নায়িকা। আরেকজন অনুসারী লিখেছেন, অভিনন্দন ধন্যবাদ এই তথ্যের জন্য।
আসলে শ্রাবন্তীর সাথে দাঁড়িয়ে থাকা রুদ্র সাহা একজন কস্টিউম ডিজাইনার। তিনি শ্রাবন্তীকে এই সাজে সাজিয়েছেন। কাজের প্রয়োজনে তিনি টলিউডের অনেক অভিনেত্রীকেই বিয়ের সাজ দিয়েছেন। শ্রাবন্তী কেও নিজ হাতে শুটিং এর বিয়ের সাজে সজ্জিত করেন রদ্র সাহা এবং সেই সুন্দর মূহুর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তারা।
প্রসঙ্গত তৃতীয় স্বামী রোশান সিং এর সাথে বিচ্ছেদ করে চলে এসেছেন শ্রাবন্তী। যদিও এই বিচ্ছেদ লিখিত ভাবে হয়েছে কী না তা জানা যায়নি। তবে বর্তমানে অভিরুপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী।
Tags:
Entertainment