গুগলের স্মার্ট ওয়াচ বাজারে আসার তারিখ জানানো হলো

Photo: Collected

অবশেষে গুগলের নিজস্ব ঘরি ' পিক্সেল ওয়াচ' নামের ঘড়িটি ২৬ মে বাজারে আসবে বলে জানা গিয়েছে। গোপন তথ্য ফাঁসের ক্ষেত্রে জনপ্রিয় জন প্রোসার টুইটারে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। জন প্রোসারের টুইটারে বলা হয়েছে, একবছর ধরে আসি আসি করলও পিক্সেল ওয়াচ উন্মোচন নিয়ে একটি নির্দিষ্ট সময় পেলাম। আগামী ২৬ মে বাজারে আসবে পিক্সেল ওয়াচ। তবে গুগল সাধারণত অনেক ক্ষেত্রেই সময় পিছিয়ে দেয়।  সেরকম কিছু হলে আমরা আপনাদের আপডেট দিতে পারবো। অন্যান্য স্মার্ট ওয়াচ সুবিধার সাথে গুগল স্মার্ট ওয়াচ এর পার্থক্য থাকছে বলে জানা গেছে।


এর মধ্যে  পরবর্তি প্রজন্মের গুগল অ্যাসিটেন্ট , টেনসরের চিপ উল্লেখযোগ্য।  বর্তমানে গুগল পিক্সেল সিক্স ডিভাইসগুলোতে টেনসর জিএস ১০১ চিপসেট ব্যবহার করা হচ্ছে। যা হার্ডওয়ার উন্নতকরণসহ একটি এক্সিসন প্রোসেসর । এছাড়া ঘড়িটিতে পদক্ষেপ গননা ও মৌলিক স্বাহ্য সুংক্ষার  ফিচার থাকবে। পিক্সেল সিক্স এর সাথে নিজেদের স্মার্ট ফোনটিও উন্মোচন করতে চেয়েছিল গুগল । কিন্তু পরবর্তীতে তারা উন্মোচন এর সময় পিছিয়ে দেয়।

Post a Comment

Previous Post Next Post