![]() |
Photo: Collected |
বাংলা নববর্ষের বাড়তি মাত্রা যোগ করতে তরুণদের পছন্দের ব্রান্ড রিয়েলমি এর নির্দিষ্ট কিছু স্মার্টফোন ছাড় সুবিধা দিচ্ছে। দারাজ বাংলা নববর্ষ চলাকালীন ক্রেতাদের দারাজ ফ্ল্যাশ সেলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধার নির্দিষ্ট মডলের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেই চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
পাশাপাশি আগামী ১০ এপ্রিল তাদের সি সিরিজের নতুন স্মার্টফোন সি৩১ আনতে যাচ্ছে রিয়লমি। ৮.৪ মি. মি এর আলট্রা স্লিম এই স্মার্টফোনটিতে থাকছে শক্তিশালী ইউনিসক প্রসেসর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ১৩ মেগাপিক্সেল ট্রিপল এআই ক্যামেরা।
দারাজের এই চলাকালীন ক্রেতারা নারজো ৫০আই ডিভাইসটি ১০৩৭০ টাকায় ক্রয় করতে পারবেন।
৭-১০ এপ্রিল রেগুলার বিএনওয়াই অফার চলাকালীন রিয়েলমি ডিভাইসগুলো ক্রয়ের সময় বিশেষ অফার পাওয়া যাবে। তেমন: রিয়েলমি ৮ কেনা যাবে ২০ হাজার ৮৩২ টাকায়, রিয়েলমি ৮ ফাইভ জি ক্রয় করা যাবে ২১ হাজার ৫৮ টাকায়, রিয়েলমি ৯আই ১৬ হাজার ৪ টাকায়।
পাশাপাশি এই ক্যাম্পেইনে রিয়েলমি সি সিরিজের ফোনগুলো বিশেষ মূল্যে পাওয়া যাবে। রিয়েলি সি১১ ডিভাইসটি ২/৩২ জিবি ৮ হাজার ৫১২ টাকা, রিয়েলমি সি১১ ৪/৬৪ জিবি ১০ হাজার ৪৩১ টাকায় এবং রিয়েলমি সি২৫ এস ৮/১২৮ জিবি ডিভাইসটি কেনা যাবে ১৩ হাজার ৮০৫ টাকা দিয়ে।
এছাড়া রিয়েলমি ফ্লাগশিপ কিলার জিটি সিরিজের ফোনগুলো ও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৮/১২৮ জিবি ফোনটা পাওয়া যাবে ৩১ হাজার ৩৩১ টাকায় এবং রিয়েলমি জিটি নিও২ ৮/১২৮ জিবি ফোনটি ক্রেতারা ৩৬ হাজার ৫৭১ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।
১০-১২ এপ্রিল ফ্ল্যাশ সেল চলাকালীন ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। এ সময়ে রিয়েলমি ৮ ডিভাইসটি ২০ হাজার ৬২০ টাকায়, রিয়েলি ৯আই ৬/১২৮ জিবি ১৭ হাজার ৮৩৯ টাকায়, রিয়েলমি সি২১ওয়াই ৩/৩২ জিবি ১০ হাজার ৪৫১ টাকায়, রিয়েলমি সি২৫এস ৪/১২৮ জিবি ১৩ হাজার ৮০৫ টাকায়, রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৮/১২৮ জিবি ৩১ হাজার ১২ টাকায় ও রিয়েলমি জিটি নিও২ ৮/১২৮ জিবি ৩৬ হাজার ১৯৮ কাটায় পাওয়া যাবে।
রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফোলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্রান্ডটি তাদের উন্নত '১+৫+টি' কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরো অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।
Tags:
Technology