এই ডিজিটাল যুগে অনলাইন থেকে ইনকাম করার শখ কম বেশি সবার মধ্যে রয়েছে। অনেকেই জানেন গুগল থেকে কীভাবে ইনকাম করতে হয়। আবার অনেকের এই বিষয়ে কোনো ধারণা নেই। এপ্স ডেভলোপাররা কীভাবে ইনকাম করে জানতে চান ! হে বন্ধুরা এপস ডেভলোপাররা Google Admob এর বিজ্ঞাপন এর মাধ্যমে ইনকাম করে। আপনারা অনেকেই হয়ত বিভিন্ন এপস এর মধ্যে বিজ্ঞাপন দেখে থাকবেন। এপস ডেভলোপাররা এই Google Admobকে বিজ্ঞাপন নিয়ে তাদের এপস এর মধ্যে বসিয়ে অনেক পরিমাণে টাকা ইনকাম করতেছে।
Google Admob কী ?
Admob হচ্ছে Google এর একটি প্রোডাক্ট বা
সার্ভিস যার মাধ্যমে "ios" কিংবা "android" এপ্স গুলোর মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন করে ইনকাম করে। সব কথার এক কথা Admob হচ্ছে গুগলের একটি " Mobile Advertisement Platform"
Google Admob এর দুই ধরনের এড সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে ইন্টারেস্টিশিয়াল এবং ব্যানার এড সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ব্যানার এড এপস এর স্কিনেই দেখা যায়। অপরদিকে ইন্টারেস্টিশিয়াল এড এপস এর একটা পেজ থেকে অন্য একটা পেজ যাওয়ার সময় পুরো মোবাইল এর স্কিকজুড়ে দেখানো হয়।
Google Admob থেকে ইনকাম করার উপায় ?
Google Admob থেকে ইনকাম করা বর্তমানে খুব সহজ এবং লাভজনক একটি ব্যবসা। কিছু কিছু নিয়ম-কানুন মেনে সঠিকভাবে কাজ করলে আপনি ও Google Admob থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
Google Admob থেকে ইনকাম
করার ধাপসমূহ
1. Mobile Application
Google Admob থেকে ইনকাম করতে আপনার প্রথমেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো Mobile Applicatio। তৈরি করার কথা শুনে ভয় পেলেন নাকি ! ভয় পাওয়ার কিছু নেই সবার প্রথমে আপনি কোন বিষয়ে Mobile Application তৈরি করবেন সেটা ভেবে নিন।
এরপর একজন ভালো ডেভলোপার এর কাছে গিয়ে আপনি আপনার "Mobile Application" কীভাবে তৈরি করবেন তাকে বলুন। তিনি আপনার ইচ্ছা মত একটা এপস তৈরি করে দিবেন। আর যদি আপনার নিজের বানানোর দক্ষতা থাকে তাহলে তো কোন কথাই নেই। নিজের ইচ্ছা মত বানিয়ে ফেলুন Mobile Application ।
এছাড়াও আপনি বেশ কয়েকটি ওয়েব সাইট পাবেন যেগুলো থেকে এপপ তৈরি করতে কোন কোডিং শিখতে হবে না। তাহলে চলুন নিচে সেই ওয়েব সাইট গুলোর নাম দেখি।
নিজের "android app" তৈরি করার কিছু ওয়েব সাইট:
উপরের উল্লেখযোগ্য ৫ টি ওয়েব সাইট ব্যবহার করে আপনি কোন দক্ষতা বা কোডিং ছাড়াই তৈরি করতে পারবেন মোবাইল এপস।
2. Google Admob Account
এপস তৈরি করার পর এপস এর মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি "Google Admob Account" এর।
এখন প্রশ্ন হলো কীভাবে এই এডমোব একাউন্ট তৈরি করবেন ? খুবই সহজ। প্রথম আপনি এই লিংকে ক্লিক করুন "www.googleadmob.com" এরপর Sing up লেখায় ক্লিক করুন তারপর আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই তৈরি করুন Google Admob একাউন্ট।
3. Add Your First App
Google Admob Account খোলার পর 3 ডট মেনুতে ক্লিক করুন এরপর দেখতে পাবেন Add your app সেখানে ক্লিক করুন এরপর সবগুলো তথ্য দিয়ে আপনার এপস টি Google Admob এর কাছে জমা দিন।
4. Create ad unit
এপসটা জমা দেওয়ার পর Create ad unit নামে অপশন আসবে ওখানে ক্লিক করুন। এখানে থেকে আপনার এপস এর জন্য সুন্দর একটি বিজ্ঞাপন বাসাই করুন। এবং সেই add unit কোডটি আপনার এপস এর এডমিন প্যানেল এ গিয়ে বসিয়ে দিন।
5. Payment Setting
পেমেন্ট অপশন এ গিয়ে আপনার ঠিকানা সঠিকভাবে দিবেন। কেননা এই ঠিকানায় আপনার Google Admob একাউন্ট এ 10$ হলে একটি চিঠি আসবে তাই সঠিক ঠিকানা দিতে হবে। ভুল হলে চিঠি হাতে পাবেন না এবং পেমেন্ট অপশন ভেরিফিকেশন করতে পারবেন না।
পেমেন্ট অপশন এ ঠিকানা দেওয়ার পর আপনার একাউন্ট Google Admob রিভিউ করে দেখবে । এরপর 24 ঘন্টা এর মধ্যে আপনার একাউন্ট এপ্রুফ হবে এবং তারপর আপনার এপস এর মধ্যে বিজ্ঞাপন শো করানো হবে।
Google Admob থেকে কীভাবে ইনকাম হবে ?
আপনার কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনার এপস এর মধ্যে ইউজার যতো বেশি হবে এবং যতো বেশি এড দেখবে আপনার ততো বেশি ইনকাম হবে। বেশি বেশি ইউজার পেতে হলে আপনার এপস Google pay store পাবলিশ করুন।
এরপর আপনার Google Admob একাউন্ট এ 100$ হলে Google Admob পেমেন্ট চক্রে আপনার পেমেন্ট অটোমেটিক আপনার ব্যাংক এ দেওয়া হবে।
তো বন্ধুরা পোষ্ট টি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট চান তাও কমেন্ট করে জানাবেন। এবং আপনার কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে
Tags:
News