স্টার এপ কী ? এবং কীভাবে শুরু করতে হয় ?

 

Photo: Collected

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমরা আলোচনা করব স্টার এপ এবং কীভাবে স্টার এপ এ কাজ শুরু করবেন। আজকের পোস্ট তাদের জন্য ভালো হবে যারা অনলাইনে সম্পর্কে ভালো জানেন। আর যারা যানেন না তাদের জন্য ভালো হবে। সবার জন্য বুঝতে সুবিধা হবে।

এখন অনেকেই হয়তো ভাবছেন Startapp এটা আবার কি ?

আসলে Start.io হলো একটা অনলাইন এডভাটাইজমেন্ট প্লাটফর্ম । যেখানে থেকে মোবাইল এপস এর মাধ্যমে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায় ।

এর জন্য আপনার কোন কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না মোবাইল ফোন থাকলে আপনি ও ইনকাম করতে পারবেন।

আমি নিজেও স্টার এপ এ ৭ মাস ধরে কাজ করতেছি। এবং সফল হয়েছি। আপনারাও চাইলে আমার মতো সফল হতে পারবেন। 

Step 1

কীভাবে একাউন্ট খুলতে হয়-

https://portal.start.io এই লিংক এ ক্লিক করুন তারপর তাদের অফিসিয়াল ওয়েব সাইট এ নিয়ে গেলে সেখানে দেখবেন Gerstart লেখা আছে ওখানে ক্লিক করুন এবং তারপর Sing up এ ক্লিক করুন এরপর আপনার First Name এবং Last Name  দিন ইমেইল দেন কম্পানি নামের জায়গায় আপনার নাম দিলেই হবে 
এরকম দেখুন এক জায়গায় লেখা আছে Advertiser এবং Publisher আপনি যদি বিজ্ঞাপন নেন তাহলে Publisher অপশন সিলেক্ট করবেন এবং যদি তাদের কাছে বিজ্ঞাপন দিতে চান তাহলে Advertiser সিলেক্ট করুন। যেহেতু আমি বিজ্ঞাপন নেওয়ার কথা বলতেছি তাই Publisher সিলেক্ট করুন এবং ওয়েব সাইট নাম এর জায়গায় যদি আপনার কোন ওয়েব সাইট থেকে থাকে তাহলে ওয়েট সাইট লিঙ্ক দেন যদি না থাকে তাহলে দিতে হবে না ফাকা রাখুন। তারপরে রোবট ক্যাপচা পূরন করে Sing up এ ক্লিক করুন এবং আপনার ইমেইল এড্রেস এ তারা একটি ভেরিফিকেশন ইমেইল পাঠাবে ওখানে একটা লিংক থাকবে সেই লিংক এ ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন করুন এবং Login করুন।

Step 2 

এপ আইডি বের করুন

প্রথমে 3ডট মেনুতে ক্লিক করুন তারপর দেখুন এড এপস নামের একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করুন তারপর আপনার এপস এর লিঙ্ক  URL এর জায়গায় বসিয়ে দিন এবং এড এপস এ ক্লিক করুন। তারপর একটা কোড পাবেন ওখানে ঐ কোড কপি করে আপনার এপস এর এডমিন প্যানেল এ গিয়ে এপ আইডির জায়গায় বসিয়ে দিন তারপর থেকে অটোমেটিক আপনার এপস এ বিজ্ঞাপন শো হবে এবং ঐ বিজ্ঞাপন দেখা এবং ক্লিক এর বিনিময়ে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

এবার প্রশ্ন আসতে পারে ইউজার কোথায় পাবো এপস এর ?

ইউজার পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার এপস প্লে স্টোরে পাবলিশ দিতে হবে তাহলে আপনি এমনিতেই অনেক ইউজার পাবেন। এছাড়া টেলিগ্ৰাম এ অনেক বড় বড় প্রমোটার গ্ৰুপ আছে ওখানে অনেক কম টাকায় প্রমোট করতে পারেন ওখানে থেকে ও অনেক ভালো ইউজার পাবেন। আপনার বন্ধু বান্ধব এর মাঝেও শেয়ার করতে পারেন এছাড়া ফেসবুক,ইমু, মেসেঞ্জার এ শেয়ার করতে পারেন।

এবার আশা যাক কীভাবে পেমেন্ট নিবেন-

পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে মিনিমাম ৫০ ডলার হতে হবে। ৫০ ডলার হলে মাসের শেষে অটোমেটিক পেমেন্ট সাবমিট করে নেয় Start.io এবং সাবমিট করে আপনাকে একটা ইমেইল করে বলে দিবে এবং সাবমিট হওয়ার একদিন অথবা দুই দিন পর পেইড ইমেইল পাবেন আপনার ইমেইল এ। মনে করুন আপনি জানুয়ারি মাসে ৫০ ডলার করলেন তাহলে ফ্রেব্রুয়ারি মাসে গিয়ে আপনার পেমেন্ট তারা সাবমিট করে নিবে। স্টার এপ প্রতি মাসের ২-৬ তারিখ এর মধ্যে পেমেন্ট সাবমিট করে নেয় এবং ২৪ ঘন্টার মধ্যে পেইড করে দেয় তবে কিছু কিছু সময় এটা বেশি ও লাগতে পারে। তারা বলে দেয় ৭ দিন এর মধ্যে পেইড করে দিবে কিন্তু এতো দিন লাগবে না বেশিরভাগ ক্ষেত্রে ২৪-৪৮ ঘন্টার মধ্যে পেইড করে দেয়।

স্টার এপ থেকে পেমেন্ট ব্যাংক এর মাধ্যমে নিতে হয় আপনি বাংলাদেশ এর যেকোন ব্যাংক এ পেমেন্ট নিতে পারবেন। তবে আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি পেপাল এ পেমেন্ট নিতে পারবেন।  ব্যাংক এর ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। পেইড হওয়ার ২৪ ঘন্টার মধ্যে টাকা ব্যাংক এ চলে আসে। কিন্তু অন্যান্য ব্যাংক এর ক্ষেত্রে ৭ দিন কিংবা তার কম সময় ও লাগতে পারে।

শেষে কিছু কথা-

Startapp থেকে আরো বেশি ইনকাম করার জন্য আপনার বন্ধুদের রেফার করতে পারবেন এবং তিন মাস পর থেকে রেফার ইনকাম যোগ হবে।স্টার এপ থেকে বেশি বেশি ইনকাম করতে হলে আপনি বেশি বেশি বিদেশি ভিজিটর আনতে পারেন আপনার এপস এর মধ্যে। আমেরিকার,কানাডা, ইউরোপ, ইংল্যান্ড এসব দেশ থেকে Ecpm অনেক ভালো পাবেন এবং আপনার ইনকাম ও অনেক ভালো হবে।

ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকুন।

Post a Comment

Previous Post Next Post