আজ আন্তর্জাতিক নারী দিবস

Photo: International Women's Day

মঙ্গলবার (৮ই মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতা ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। জাতিসংঘ ২০২২ সালে নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করছে 'নারী সুস্বাস্থ্য জাগরণ' ।

এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করছে, 'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্ৰগণ্য।

এ উপলক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আজ সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনে এই দিবসটি পালন করবে। 

এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণি দিয়েছেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষমন্ত্রী ড. দিপু মনি। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএন এর অফিস প্রধান গীতাঞ্জলি সিং।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় প্রেসক্লাব 'স্বাধীনতার ৫০ বছরে নারী সাংবাদিকতা' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী নেতৃবৃন্দ ও সাংবাদিক অংশ নেবেন। 

৬৬টি নারী, মানবাধিকার উন্নয়ন ও সংগঠনের প্লাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটির নারী দিবস উপলক্ষে আজ বিকাল 3 টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।'নারী পুরুষ সমতা' টেকসই আগামীর মূলকথা'। এতে সারাদেশে নারী অধিকার সংগঠন ও সরকারি বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি ডা. ফাউজিয়া মোসলেম।

আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট দিবসের প্রথম প্রহরে রাত 12 টা 1 মিনিটে অনলাইনে রাতের আধার ভাঙার প্রতিকি আয়োজন ও হ্যাশট্যাগ আধার ভাঙার ক্যাম্পেইন আয়োজন করেছে।

নারীর প্রতি সহিংসতা ভয়কে রুখে দিতে তরুণদের মধ্যে নেতৃত্বে বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী প্রচার অভিযান পরিচালনা করছে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন।
 নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজ মঙ্গলবার সকাল 10 টায় ডিআর ইউ চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। 

এছাড়া ক্রিচিয়ান উইমেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল বুধবার বেলা 2 টায় ব্রাক সেন্টার মিলনায়তনে 'উইমেনস ক্যাফে টেকসই নারীর অবদান'
শীর্ষ এক আলোচনা সভার আয়োজন করেছে।

Post a Comment

Previous Post Next Post