![]() |
Actress: Parimani |
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টানা পাঁচদিন হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
পরীমণি বলেন, পাঁচদিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল বিকালে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। কিছুটা বিশ্রাম নিচ্ছি। তবে আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেছি।
হাসপাতালে থেকে ফিরলেও শরীর পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান পরীমণি নিজেই। পরীমণি বলেন, বাসায় ফিরেছি, কিন্তু শরীর কিছুটা দূর্বল রয়েছে এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়সে বলে মনে হয় আমার।
গত ২৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা পরীমণি। বাসায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন চিত্রনায়িকা পরীমণি। তারপর সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
Tags:
Entertainment