![]() |
Actress: Mahiya Mahi and her husband |
তারপর প্রেম থেকে শুভ পরিনয়। বিয়ের আগে মাহিয়া মাহি শুটিং স্পটে গিয়ে বসে থাকতেন রাকিব। বিয়ের পর মাহির জন্ম দিনে প্রকাশ্যে চুম্বন। পবিত্র মক্কা নগরীতে তাদের রোমান্স করতে দেখা। সবকিছু রাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ। সংসার তাদের দুজনের ভালোই চলছে। বর্তমানে অভিনয়ে নিয়মিত নেই মাহিয়া মাহি। ধারণা করা হচ্ছে তিনি হয়তো আর অভিনয়ে নাও ফিরতে পারেন।
তবে কিছুদিন ধরে মাহিয়া মাহির মা হওয়া নিয়ে তোলপাড় চলছে মিডিয়াপাড়ায়। এবার নতুন ব্যবসা শুরু করেছেন মাহিয়া মাহি। বর্তমানে রেস্তোরাঁ ব্যবসায় নামছেন এই অভিনেত্রী। সেই ব্যবসার কথা গনমাধ্যমে বলতে গিয়ে তিনি মা হওয়ার বিষয়টি নিয়ে ও কথা বলেন।
মাহি বলেন, তার নতুন রেস্তোরাঁর নাম হচ্ছে 'ফারিশতা'। এই নামটির পিছনেও রয়েছে কারণ। তা হলো তিনি যদি কন্যা সন্তানের মা হন তাহলে তার নাম রাখবেন 'ফারিশতা'।
তাহলে সত্যি কী চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন ? গনমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাহসা মা হওয়ার কোন সম্ভাবনা নেই। আপাতত গুঞ্জনে কান দিবেন না। আর যখন মা হবো তখন তো আপনারা জানতেই পারবেন।
মাহিয়া মাহি বর্তমানে 'অফিসার' নামের নতুন চলচ্চিত্রে শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।
প্রসঙ্গত কিছুদিন আগে মাহিয়া মাহি অভিনীত ওয়েব ফিল্ম 'ড্রাইভার' মুক্তি পেয়েছিল। ওয়েব প্লাটফর্মের নাম বায়োস্কোপ। তিনি এখন অফিসার ছবির শুটিং নিয়ে ব্যস্ত।
Tags:
Entertainment