![]() |
Photo: Bangladesh Cricket Team |
টানা দ্বিতীয় বারের মতো ওয়ান্ডে র্যাঙ্কিয়ে ৬ উঠলো বাংলাদেশ। মূলত দক্ষিণ আফ্রিকার মাঠে তাদেরকে হারানোর সুফল এটা। এই মাঠে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক (২-১) জয় পেয়েছে বাংলাদেশ। এতে আইসিসির র্যাঙ্কিয়ে এগিয়ে গেল তামিম - সাকিবরা। দ্বিতীয় বারের মতো আইসিসির ওয়ান্ডে র্যাঙ্কিয়ে ৬ নাম বলে উঠলো বাংলাদেশের টাইগাররা।
পাকিস্তানকে পিছনে ফেলে ৬ নম্বর জায়গাটি দখল করছে বাংলাদেশের টাইগাররা। মঙ্গলবারে অস্ট্রোলিয়ার কাছে ৮৮ রানে হেরে যায় পাকিস্তান। এই ম্যাচের পরেই হালনাগাদকৃত র্যাঙ্কিয়ে পিছনে পড়ে যায় পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের অবস্থান ৭ নম্বরে আর বাংলাদেশ ৬ নম্বরে রয়েছে।
৩৬ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট রয়েছে ৯৩। অজিদের কাছে হেরে পাকিস্তান হারিয়েছে ০.৫০ পয়েন্ট। ২৮ ম্যাচ খেলা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৩ হলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়া বাবার- আফ্রিদিদের কে টপকে গেছে তামিম ইকবালের দল।
ওয়ানডে র্যাঙ্কিয়ে এক নাম্বারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১২১, এবং দ্বীতৃয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তৃতীয় স্থানে অস্ট্রোলিয়া। ইন্ডিয়ার অবস্থা চার ১১০ পয়েন্ট নিয়ে। এবং পাঁচ নাম্বারে আছে দক্ষিণ আফ্রিকা।
শুধু ওয়ান্ডে র্যাঙ্কিয়ে এগিয়ে যায়নি বাংলাদেশ, আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশ। ১৮ ম্যাচের ১২ টিতে জেতা টাইগারদের পয়েন্ট ১২০ ।
Tags:
Sports