মেসিকে বার্সেলোনার আমন্ত্রণ

Photo: Messi

পুনর্গঠিত ক্যাম্প ন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে লিওনেল মেসিকে আমন্ত্রণ জানিয়েছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন সুপার স্টারকে পুনরায় চুক্তির করানোর কথা অস্বীকার করছে তার সাবেক ক্লাব।


দীর্ঘ ২১ বছর কাটনো ক্লাব ছেড়ে গত গ্ৰীম্মে নাটকীয় ভাবে প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমান মেসি। বিদায় অনুষ্ঠানে চোখের জল মুছতে হয় মেসিকে। আর্থিক সংকটে পড়ার কারণে মেসিকে পুনরায় দলভুক্ত করতে ব্যর্থ হয়েছিল কাতালান জায়ান্টরা। ফলে ফ্রি ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়েন তিনি। 

বার্সার সাথে চুক্তির মেয়াদ শেষে পিএসজিতে যোগ দিলেও সেখানে ফর্ম ফিরে পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ৩৪ বছর বয়সী মেসিকে। যে কারণে ফের গ্ৰীম্মে বার্সেলোনায় যুক্ত হতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার রোমাঞ্চকর প্রত্যাবর্তন নিয়ে গোপনে আলোচনার কথা শুনা গেলেও বার্সার সভাপতি বলেন এটি তার নিজের বাড়ি।

তিনি আরো বলেন, ক্যাম্প ন্যুর সংস্কার কাজ শেষ হবার উদ্বোধনী অনুষ্ঠানে মেসির উপস্থিতি দেখতে চান তিনি। তবে ক্লাবে তার পুনরায় যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বার্সার সভাপতি। তিনি বলেন, আমার সাথে মেসির আগের মত সেরকম কোন যোগাযোগ নেই। তবে আমি চাই নতুন স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকুক। ক্যাম্প ন্যুর সবসময় মেসির নিজের বাড়ির মতো। আর্জেন্টাইন সুপার স্টার পিএসজি তে পাড়ি জমানোর বিষয়ে তিনি বলেন, আমাদের যা করণীয় ছিল তা আমরা করেছি। 

লাপোর্তা বলেন, বার্সেলোনায় পত্যাবর্তেন বিষয়ে মেসি কিংবা তার কোন এজেন্ট এর কাছে থেকে কোন তথ্য পাইনি। তাই এই বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। এই বিষয়ে আমাদের মেসির সঙ্গেও কোন কথা হয়নি। বাস্তবতা হচ্ছে এর কোন সম্ভাবনা নেই। লিও একজনই, তিনি সেরা,। তবে আমাদের পরিকল্পনায় চুক্তির কোন বিষয় নেই।

Post a Comment

Previous Post Next Post