আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগাররা

Photo: Bangladesh Cricket Team



আজকে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-20 দ্বিতীয় ও শেষ ম্যাচ। 
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগাররা।

ম্যাচ শুরুর কথা রয়েছে বিকাল 3 টার সময়। 

প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। গতকাল ছিল খেলোয়াড় দের মাঠে অনুশীলন। অনুশীলনে ছিলেন নাসুম, সোহান, শরীফুল সহ বেশ কয়েকজন। চোটের কারণে প্রথম টি-20  মিস করা মুসফিককেও দেখা গেছে অনুশীলন করতে।

ওয়ান্ডে সিরিজ জয়ের পর টি টোয়েন্টি তে এগিয়ে থাকা টাইগারদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। প্রথম ম্যাচে লিটন দাশ, নাসুম, সাকিব এর বলের সামনে দাড়াতেই পারে নি আফগানিস্তানের খেলোয়াড়রা। শেষ ম্যাচটি জিততে পারলেই ওয়ান্ডে এবং টি টোয়েন্টি দুই টা ট্রাইফি থেকে যাবে টাইগারদের ঘরে।

এক নজরে আফগানিস্তানের সম্ভব্য একদশ :

মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমাউল্লাহ গুরবাজ, হযরত জাজাই, উসমান ঘানি, দাড়িউশ রাসুল, নাজিব জাদরান, আসসার জাজাই, করিম জানাতে, আজমত আমরজাই, শরাফ উদ্দিন আশরাফ, মুজিবুর রহমান, রশিদ খান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।



1 Comments

Previous Post Next Post