Photo: Collected |
পবিত্র মক্কা ও মদীনায় নামাজ আদায় করতে কতৃপক্ষের অনুমতির আর প্রয়োজন হবে না।
সৌদি গেজেট জানিয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারী প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব। শনিবার থেকে সকল বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর থেকে পবিত্র কাবা শরীফে নামাজ আদায়ে অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রনালয়।
এ সিদ্ধান্তের ফলে বিনা অনুমতিতে নামাজ আদায়ের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত করতে পারবেন মুসল্লিরা।
তবে মন্ত্রনালয় ঘোষণা দিয়েছে যে, ওমরাহ পালন করতে অবশ্যই অনুমতি নিতে হবে। তাওয়াক্কলনা অ্যাপে আবেদন কারীদের স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করে অনুমতি দেওয়া হবে।
শথেকে করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন নেই। এছাড়া বাইরে মাস্ক পড়াও এখন থেকে বাধ্যতামূলক নয়।
করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি এবং টিকা প্রদানের হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
Tags:
News