ফুটপাত বাদ দিয়ে কোন উন্নয়ন করা হবে না: প্রধানমন্ত্রী

Photo: Bangladesh Prime minister

রাজধানীর ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথচারী যেন অবাধে চলতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন যুক্ত হওয়া ১৮ টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে আধুনিকায়ন, সবুজায়ন ও বসবাসের উপযোগী রাখতে হবে। সীমিত শক্তি দিয়েই সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। নতুন ইউনিয়ন যুক্ত করার মাধ্যমে ১৮ টি ওয়ার্ড হয়েছে। এসব জায়গায় খেলার মাঠ, পাবলিক টয়লেটসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের অবকাঠামো নির্মাণে ফুটপাত নিশ্চিত করতে হবে। ইন্জিনিয়ারদের এ বিষয়ে আরো সতর্ক হতে হবে। কোন প্লানিং এ যেন ফুটপাত বাদ না যায় তা খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রী এ সময় গুলশান, বারিধারা, বনানীর মতো এলাকার বর্জ ব্যবস্থাপনা আরো উন্নত করতে মেয়রকে নির্দেশ দেন।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং স্থানীয় মেয়র বক্তব্য দেন।

Post a Comment

Previous Post Next Post