বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য দাম কম: তথ্যমন্ত্রী


Photo: Bangladesh Information and Broadcasting Minister. Hasan Mahmud


তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহবুব বলেছেন, বাংলাদেশে গত ১৩ বছরে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিন গুণ। মাথাপিছু আয় বেড়েছে প্রায় চার গুণ। পাশাপাশি দ্র্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে ভারত ইউরোপ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে ভোগ্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় মূল্য বাড়েনি বাংলাদেশে। 

বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে ঐতিহ্যবাহী জাতীয় শিশু কল্যাণ ও যুব কল্যাণ সংগঠন 'চাদের হাটে' আয়োজিত রফিকুল ভাই দাদুভাই পদক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। কখনো কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সা দিয়ে কয়েক কেজি চাল পাওয়া যেত কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। অর্থাৎ দেখতে হবে দ্রব্যমূল্যের সাথে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কী না। গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় চার গুণ। আর নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিন গুণ। 

বাংলাদেশে আগে দাবি দাওয়া হতো একজন শ্রমিকের মুজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান।
আর এখন একজন শ্রমিক ১২-১৫ কেজি চালের মূল্য সমান মুজুরি পায়। যার অর্থ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, উল্লেখ করেন তথ্য মন্ত্রী হাসান মাহমুদ।

চাঁদের হাটের সভাপতি ইয়াহিয়া সোহেল সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকতায়  দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সংগীত রচনায় মোঃ মনজুরুল আলম চৌ ছড়া সাহিত্য ফারুক হোসেন ও বিশিষ্ট ক্রীয়াবিদ মোঃ জাকারিয়া পিন্টুর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

পদক প্রাপ্ত গুনিজন, সংগঠন এর সহসভাপতি ও পদক প্রদান আয়োজন  মুফাদি আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য জামিলুর রহমান লেমন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Post a Comment

Previous Post Next Post