প্রাণঘাতী কোরোন ভাইরাস সংক্রমণ রোধে ৫ বছরের উপরে প্রাথমিকের শিক্ষার্থী তাদের খুব তাড়াতাড়ি টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি এক বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন আমরা শিক্ষা অধিদপ্তরের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের টিকা কেন্দ্র প্রস্তুত করতে বলেছি। তিনি বলেন প্রাথমিক শিক্ষাথীদের টিকা দেওয়ার বিষয়ে আমরা সব প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে ও যোগাযোগ রাখছি। অনুমোদন পাওয়া মাত্রই আমরা কার্যক্রম শুরু করে দিবো।
Tags:
News