যে কোন ক্ষেত্রেই কিছু মানুষ রয়েছেন, যারা সত্যিকারের নায়ক হয়েও পড়ে থাকেন আলোচনার বাইরে বা পার্শ্বচরিত্রে। শীর্ষ টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব এবারের উপস্থিতি টাও অনেকটা তাই।
সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন সিএমভির ঈদ বিশেষ নাটক 'প্রিয়জন'। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান।
নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা মহিদুল মহিম।
নির্মাতা বলেন, এবারের নাটকের মূল গল্পটি বেশ খানিকটা আলাদা। যে জিয়াউল হক ফারুক অপূর্ব এমনভাবে অভিনয় করেছেন, যা আমাদের সমাজে প্রতিটি সেক্টরে বিদ্যমান। অর্থাৎ প্রিয়জনের জন্য সবকিছু উৎসর্গ করেও সবার কাছে পড়ে থাকেন অবহেলার পাত্র হয়ে। এই নাটকে অপূর্ব এর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।
তিনি আরো বলেন, এই গল্পে অপূর্বর নাম রাখা হয়েছে শুভ। পরিবারে বাবা বড় ভাই এবং ভাবী রয়েছে। শুভর কোন চাকরি নেই তাই তাই তাকে পরিবারের সদস্যদের কাছে থেকে প্রায়ই কটু কথা শুনতে হয়। গল্পের নায়িকা তমা। অর্থাৎ সাবিলা নূর এর সঙ্গে অপূর্ব এর পরিচয় হয় ট্রেনের মধ্যে। মেডিকেলে পড়ছে। পরিচয় এর পর দু'জনের মধ্যে প্রেম হতে বেশি সময় লাগে না।
যদিও সেই সম্পর্ক টেকে নিতে অনেক বাধার মুখে পড়তে হয়েছে তাদের দুজনকে। প্রিয়জন গল্পের শুরুটা এরকম হলেও শেষটা এর থেকেও অনেক জটিল। কারণ নায়ক নানা কারণেই পড়ে থাকেন অবহেলার পাত্র হয়ে।
প্রোযোজক এস কে সাহেদ আলী বলেন, এবারের ঈদের চমক হিসেবে রোজার মধ্যেই প্রিয়জন নাটক মুক্তি পেতে পারে প্রতিষ্ঠাটির ইউটিউব চ্যানেল এ।
Tags:
Entertainment